• আজ বিকাল ৩:১১, বুধবার, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পায়ে ব্যান্ডেজ, কী হয়েছে অভিনেত্রী সুনেরাহর

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ণ

sunerah
 

শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন ঢালিউডের এখনকার সময়ের অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বুধবার সোশ্যাল মিডিয়া একটি পোস্টে তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। জানা গেছে, রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে একটি নাটকের শুটিং করছিলেন তিনি; সেখানেই আহত হয়েছেন এই অভিনেত্রী।

এদিন সন্ধ্যায় ফেসবুক পোস্ট করে দুই পায়ের ছবি দিয়ে অভিনেত্রী বলেন, ‘আজ (বুধবার) শুটিংয়ের সময় একটি পালানোর দৃশ্য করতে গিয়ে লাইট স্কিমার স্ট্যান্ডে হোঁচট খেয়ে পড়ে যাই এবং হাঁটুতে আঘাত পাই। যদিও খুব গুরুতর কিছু নয় আশা করি।’ তবে গণমাধ্যমে সুনেরাহ জানান, হাঁটুর চামড়া ছিঁড়ে মাংস বের হয়ে যায়, রক্তক্ষরণও হয় তাতে।

চিকিৎসকের শরণাপন্ন হলে বিস্তারিত বলতে পারবেন বলে প্রাথমিকভাবে জানান অভিনেত্রী।

সুনেরাহ বিনতে কামাল অভিনীত প্রথম সিনেমা ছিল ‘ন ডরাই’। এই ছবির মাধ্যমেই তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নজর কেড়েছিলেন। এরপর ধীরে ধীরে নিজেকে মেলে ধরেছেন আরও একাধিক সিনেমায়, যেখানে তার অভিনয় পেয়েছে প্রশংসা ও আলোচনার কেন্দ্রস্থল।

চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমায় তাকে দেখা যায় শিহাব শাহীনের পরিচালনায়। এখানে সহশিল্পী হিসেবে ছিলেন আফরান নিশো ও তমা মির্জা। নিশোর পাশাপাশি সুনেরাহ’র চরিত্রটিও বেশ আলোচনায় আসে।

এছাড়া কোরবানির ঈদে মুক্তি পাওয়া তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমাতেও ছিলেন সুনেরাহ। যদিও সেখানে তার উপস্থিতি ছিল ছোট, তবে সংক্ষিপ্ত উপস্থিতিতেই তিনি দর্শকদের মনে দাগ কাটতে সক্ষম হয়েছেন।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ