পিয়ার প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা কেবল বাড়ছেই। চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন। এমন ঘটনায় পুরো দেশ শোকে স্তব্ধ। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকারাও শোকে মুহ্যমান। মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল বিমান বিধ্বস্তের ঘটনায় শোক ও একইসঙ্গে ক্ষোভ জানিয়েছেন। তিনি বলেন, মাইলস্টোন স্কুলে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় কতোগুলো নির্দোষ প্রাণ ঝরে গেল। ছোট ছোট শিশু, শিক্ষিকা, মা, পথচারী এক ঝলকে সব পুড়ে শেষ। এই ভয়ঙ্কর ঘটনার দায় কে নেবে? সরকার? বিমান কর্তৃপক্ষ? নাকি এয়ারলাইন্স? নাকি এটাও অন্য অনেক ঘটনার মতো ধীরে ধীরে ভুলে যাবে সবাই? উত্তর দরকার। দায়িত্ব দরকার। নিরাপত্তা দরকার। শুধু আজকের জন্য না, আমাদের সন্তানদের, আমাদের ভবিষ্যতের জন্য। উল্লেখ্য, পিয়া জান্নাতুল ছাড়াও শোবিজের প্রায় সব তারকারাই বিমান বিধ্বস্তের এই ঘটনায় শোক ও প্রার্থনা জানিয়েছেন।
স্বাধীন খবর ডটকম/আ আ