পুলিশী বাধায় রাস্তায় দাঁড়াতে না পেরে কার্যালয়ের ভেতরে প্রতীকী অনশন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ৩০, ২০২২ ৮:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ৩০, ২০২২ ৮:০৯ পূর্বাহ্ণ
নাটোর প্রতিনিধি
দ্রব্যমূল্য বৃদ্ধি ও সরকারের সীমাহীন দুর্নীতির প্রতিবাদে পুলিশী বাধায় রাস্তায় কর্মসূচী পালন করতে না পেরে দলীয় কার্যালয়ের ভেতরে প্রতীকী অনশন পালন করেছে নাটোর জেলা বিএনপি। আজ বুধবার বেলা ১১টার দিকে শহরের আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ। পুলিশী বাঁধা উপেক্ষা করে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কর্মসূচীতে অংশ নেন।
এ সময় বিএনপি নেতারা বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। অথচ সরকারের লোকজন সকল দপ্তরে দুর্নীতি করে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এই অনিয়ম দুর্নীতি বন্ধ করতে চেয়ারপারসনের মুক্তি এবং সরকার পতনের সর্বাত্মক আন্দোলন ছাড়া কোন পথ নেই। দেশবাসীকে আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানান তারা।