• আজ সকাল ৭:০৯, মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পেঁয়াজের আমদানি কম, দাম বাড়তি

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ৩০, ২০২৪ ১১:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ৩০, ২০২৪ ১১:০০ পূর্বাহ্ণ

 

বছরের এই সময়ে দেশি পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় আমদানির ওপর নির্ভরতা বাড়লেও, আমদানি গত বছরের তুলনায় কম হয়েছে। ফলে বাজারে পেঁয়াজের সরবরাহ কমে দাম বেড়ে গেছে। বর্তমানে খুচরা বাজারে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি, যা এক সপ্তাহ আগেও ১১০ টাকা ছিল। দেশি পেঁয়াজের দামও ১৩০ থেকে ১৫০ টাকায় উঠেছে।

ব্যবসায়ীদের মতে, বর্ষা শেষে বিয়েসহ নানা অনুষ্ঠানের কারণে পেঁয়াজের চাহিদা বেড়েছে, তবে দেশি পেঁয়াজের সরবরাহ কমে গেছে। কৃষকদের ঘরে মজুত কম থাকায় বাজারে দেশি পেঁয়াজ কম আসছে। এছাড়া আমদানি স্বাভাবিক থাকলে দাম এতটা বাড়ত না।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের জ্যেষ্ঠ সহসভাপতি শহীদুল ইসলাম জানান, ভারতে বৃষ্টির কারণে পেঁয়াজের ফসল নষ্ট হওয়ায় সেখানে দাম বেড়েছে, যার প্রভাব দেশেও পড়েছে। তবে ভারতের নাসিক জাতের পেঁয়াজ আসার পর দাম কমার সম্ভাবনা রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি মাসে পেঁয়াজ আমদানি গত বছরের তুলনায় ৩৪ শতাংশ কম হয়েছে, এবং গত চার মাসে আমদানি কমেছে ৫২ শতাংশ।

এতে আমদানি নির্ভরতা বাড়লেও সরবরাহ কম থাকায় পেঁয়াজের বাজারে অস্থিরতা বিরাজ করছে। ব্যবসায়ীদের মতে, আমদানি বাড়লে বাজার স্থিতিশীল হতো।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ