পেঁয়াজের দাম পাঁচ বছরে সর্বোচ্চ ফরিদপুরে
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪ ১:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪ ১:৪৭ অপরাহ্ণ
ফরিদপুরে পেঁয়াজের দাম বর্তমানে কেজি প্রতি ১৪০ টাকায় উঠেছে, যা গত পাঁচ বছরের মধ্যে অক্টোবর মাসের এই সময়ে সর্বোচ্চ। বাজারের সরবরাহ সংকটের কারণে দাম বাড়ছে, কারণ কৃষকদের ঘরে মজুত থাকা পেঁয়াজ কমে আসছে এবং তারা অল্প অল্প করে বাজারে ছাড়ছেন। গত কয়েক বছরে এ সময়ে পেঁয়াজের দাম যথাক্রমে ২০২০ সালে ৮১-৮৫ টাকা, ২০২১ সালে ৫৬-৬০ টাকা, ২০২২ সালে ৫১-৫৫ টাকা, এবং ২০২৩ সালে ৯০-৯৪ টাকা ছিল।
জেলা কৃষি বিভাগ জানিয়েছে, পেঁয়াজ উৎপাদন ভালো হলেও সংরক্ষণের অভাবে প্রায় ২০ শতাংশ পেঁয়াজ পচে যায়। এবার বৃষ্টির কারণে দেরিতে পেঁয়াজ রোপণ করতে হয়েছে, ফলে পচনের হার বেশি। বর্তমানে পেঁয়াজ সংরক্ষণের জন্য ৬৫টি সংরক্ষণাগার নির্মাণ করা হয়েছে, যেখানে পেঁয়াজ পচনের হার ১-২ শতাংশে নেমে এসেছে। সফলতার কারণে আরও ৯০টি সংরক্ষণাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা সরবরাহের স্থিতিশীলতায় সাহায্য করবে।