প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করলে প্রতিবাদ নয়, প্রতিরোধ: নাছিম
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুন ৫, ২০২২ ১:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুন ৫, ২০২২ ১:২০ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘কেউ যদি দেশে অশান্তি সৃষ্টি করে; আমাদের নেত্রীকে নিয়ে বাজে মন্তব্য করে তাদের আমরা মোকাবিলা করবো। আগামী দিনে আর কোন প্রতিবাদ হবে না। তাদের প্রতিরোধ করা হবে।’
রবিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত সামাজিক জনসচেতনতা মূলক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ সব কথা বলেন।
আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, শেখ হাসিনার বাংলাদেশে কোন ঘাতক, সন্ত্রাসীদের স্থান নেই। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে কেউ যদি বাধা দেয় আমরা শেখ হাসিনার নেতৃত্বে প্রতিহত করবো। বিএনপি জামাত আজ আমাদের প্রিয় নেত্রীকে হত্যা করতে চায়। তাকে হত্যার মধ্যে দিয়ে ৭৫ সালের খুনিদের সাথে কণ্ঠ মিলিয়ে এদেশে রাজত্ব কায়েম করতে চায়।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ শান্তি চায়, শান্তিতে বসবাস করতে চায়। এদেশে কেউ যদি হত্যার রাজনীতি সৃষ্টি করার পাঁয়তারা করে তাদের নির্মূল করা হবে। যারা বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে চায়, এরাই ৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারে সদস্যদের হত্যা করেছে। জেলের ভিতরে জাতীয় ৪ নেতাকে হত্যা করেছে। এই অপশক্তি ক্ষমতায় থাকা অবস্থায় দেশে অপরাজনিতি সৃষ্টি করে দেশকে অন্ধকারে নিয়ে গিয়েছিলো।
নাছিম বলেন, একটি গোষ্ঠী আজ সকল কাজে বিরোধিতা করে থাকে। তারা দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়। তারা রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে চায়, হত্যা গুম আতঙ্ক সৃষ্টি করে বাংলাদেশের পরিবেশকে ধ্বংস করতে চায়। এরা দেশের জনজীবনকে বিপর্যস্ত করার চেষ্টা করে।
তিনি আরও বলেন, ঢাকার আশেপাশের নদীগুলো বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা আজকে মৃতপ্রায়। এখানে কোন মাছ বাঁচেনা। ভুলক্রমে ডলফিন এখানে এসেছিল তারাও মরে যাচ্ছে। কেউ তাদের মারেনি, পরিবেশ দূষণের কারণে মরে যাচ্ছে। নদী দূষণের কারণে কোন প্রাণী সেখানে বেঁচে থাকতে পারে না। এমনকি জীবন্ত মানুষ যদি ভুলক্রমে বুড়িগঙ্গায় পড়ে তাহলে মনে হয় না বেঁচে থাকতে পারবে। শিল্পায়নের প্রভাবে ও নানাবিধি অব্যবস্থাপনার কারণে ও শহরের নগরায়নের কারণে আশেপাশের পরিবেশ নষ্ট হচ্ছে। এই পরিবেশ রক্ষার জন্য আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এই পৃথিবীকে বাসযোগ্য করে আমাদের গড়ে তুলতে হবে। পরিবেশ রক্ষার আমাদের দায়িত্ব পালন করতে হবে। এটি কোন একটি সরকারের একক বিষয় না। এটি সকলের দায়িত্ব। সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে। সকল দল মত নির্বিশেষে সকল নাগরিকের দায়িত্ব। আমাদের বাড়ির আশেপাশের পরিবেশ কে সুন্দর রাখতে হবে এবং পরিবেশ রক্ষার জন্য আমাদের এগিয়ে আসতে হবে।
স্বেচ্ছাসেবক লীগের প্রশংসা করে বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মানুষকে জাগ্রত করার জন্য এমন কর্মসূচি সব সময় পালন করে থাকে। মানুষকে এগিয়ে আসার জন্য আহবান করে, সচেতনতা তৈরি করে। এটি তারা তাদের সৃষ্টি থেকে করে যাচ্ছে। তারা বর্ষাকালে সারা দেশব্যাপী পরিবেশ রক্ষার জন্য বৃক্ষ রোপণ করে থাকে। তারা আমাদের এই মাতৃভূমিকে সবুজায়নের জন্য যথেষ্ট পরিমাণে কাজ করে যাচ্ছে।
মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহসভাপতি আব্দুল আলীম ব্যাপারি, সালেহ মোহাম্মদ টুটুল, কৃষিবিদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ প্রমুখ।
স্বাধীন খবর ডটকম/আ আ
