প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের নয় : মির্জা ফকরুল
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুন ১০, ২০২২ ১০:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুন ১০, ২০২২ ১০:১১ পূর্বাহ্ণ

জাতীয় সংসদে উত্থাপিত প্রস্তাবিত বাজেট প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাচার করা অর্থ ফেরাতে দায়মুক্তিই প্রমাণ করে প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের জন্য নয়।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির উদ্যোগে গ্যাসের মূল্যবৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, পিকে হালদারের মতো যারা চুরি,ডাকাতি, লুন্ঠন করে বিদেশে টাকা পাচার করল, তারা এখন ৭ শতাংশ ট্যাক্স দিলে টাকা ফেরত আনতে পারবে এবং এর বিরুদ্ধে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। দুর্নীতি দমন কমিশন ধরবে না, হাইকোর্টও কোনো প্রশ্ন করতে পারবে না। তাহলে এটা কী সাধারণ মানুষের জন্য বাজেট? যারা লুটেরা, চোর-ডাকাত এটা তাদের সরকার।
তিনি আরও বলেন, বর্তমান সরকার একটা অনির্বাচিত সরকার। জনগনের বাজেট দেওয়ার কোনো এখতিয়ার নাই তাদের। বাজেট নিয়ে সাধারণ মানুষ দেখে কোন জিনিসের দাম বাড়লো, কোনটা কমলো। বাজেটে দেখবেন সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে জনপ্রশাসনে। ওদের বেতন বাড়াচ্ছে, বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়াচ্ছে। জনগনের পকেট থেকে টাকা কেটে তাদের বেতন ভাতা বাড়াচ্ছে। মানুষের জন্য এদের কোনো ভালোবাসা নেই।
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘‘সরকার বলে উন্নয়ন, এতো উন্নয়ন যে সোনা দিয়ে সব মুড়ে দিচ্ছে। আমাদের রুমিন ফারহানা খুব ভালো বলেছেন যে, পদ্মা ব্রিজ হচ্ছে গোল্ডেন ব্রিজ। সোনা দিয়ে মোড়াই করা একটা ব্রিজ বানাইছে। পাকিস্তান আমলে আমরা যখন ছাত্র ছিলাম, আন্দোলন করতাম, রাজপথে শ্লোগান দিতাম, তখন বিভিন্নভাবে শ্লোগান দিতাম। একটা শ্লোগান ছিলো ১০ টাকা তেলের দাম বাড়লেই তখন বলতাম-‘১০ টাকার তেল খেয়ে স্বর্গে যাবো।’ এখন বলতে চাই,‘বিভিন্ন টোল দিয়ে আমরা পদ্মা ব্রিজ দিয়ে স্বর্গে যাবো’।”
সরকারের বিষয়ে মির্জা ফখরুল বলেন,আর সময় নেই। এ মুহুর্তে পদত্যাগ করুন,নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।সংসদকে বাতিল করে দেন এবং একটি নতুন নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে জনগণ কাছে, সকলের কাছে গ্রহনযোগ্য একটি নির্বাচন করে নতুন সরকার গঠন করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় ইতিহাস যে কথা বলে, পালাবারও পথ খুঁজে পাবেন না বাংলাদেশের মানুষ কোনো দিন ফ্যাসিবাদী শক্তিকে সহ্য করে নাই, এখনো করবে না।
মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু ও আমিনুল হকের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, বিএনপির বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম আজাদ, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, তাবিথ আউয়াল, মহানগরের ইশরাক হোসেন, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল, যুবদলের মামুন হাসান, মহিলা দলের হেলেন জেরিন খান, মৎস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহতাব, জাসাসের জাকির হোসেন রোকন, ছাত্র দলের সাইফ মাহমুদ জুয়েল বক্তব্য রাখেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভুঁইয়া, কামরুজ্জামান রতন, মীর সরফত আলী সপু, নাজিম উদ্দিন আলম, শামীমুর রহমান শামীম, মীর নেওয়াজ আলীসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাসহ রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশ নেয়।
স্বাধীন খবর ডটকম/আ আ
