প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গোপালগঞ্জে মানবন্ধন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুন ৮, ২০২২ ১০:৪১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুন ৮, ২০২২ ১০:৪১ পূর্বাহ্ণ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গোপালগঞ্জে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় নিয়োগ পরীক্ষায় অংশ নেয়া গোপালগঞ্জের সাধারণ পরীক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
তারা দুপুর ১২টায় শহরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ করে।
সেখানে তারা বিক্ষোভ করে বিভিন্ন শ্লোগান দেয়। পরে জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে পৃথকভাবে স্মারকলিপি পেশ করেন।
পরীক্ষার্থীরা জানান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্রগুলোতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। শিক্ষকদের সহায়তায় ডিভাইস, মোবাইল ফোন ও এসএমএস-এর মাধ্যমে অনেক পরীক্ষার্থী উত্তর দিয়েছে। এতে যোগ্যরা নিয়োগ পাবেন না।
কর্মসূচিতে অংশ নেয়া পরীক্ষার্থীরা গত ৩ জুন অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতি হওয়ায় উক্ত পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার দাবি জানান।
স্বাধীন খবর ডটকম/আ আ
