• আজ রাত ৩:৫৭, বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রায় ৬ ঘণ্টা পর অবশেষে সায়েন্স ল্যাবরেটরি মোড় ছেড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ৩০, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ৩০, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ

 

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের পৃথক বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিক্ষোভের কারণে প্রায় ৬ ঘণ্টা ধরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরুদ্ধ ছিল। বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখায় ঢাকার বিভিন্ন সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়, যা নগরবাসীর চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। যানজটের কারণে অনেক যাত্রী বাস ছেড়ে গন্তব্যে পায়ে হেঁটে রওনা হন।

সাত কলেজের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ তাদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যেতে বলেন। তবে শিক্ষার্থীরা আজকের বিক্ষোভ শেষে বিকেলে সংবাদ সম্মেলন করে এ বক্তব্যের প্রতি হতাশা প্রকাশ করেন। শিক্ষার্থীদের মুখপাত্র আবদুর রহমান জানান, শিক্ষা উপদেষ্টার বিবৃতিতে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন বা এতে শিক্ষার্থী প্রতিনিধিত্বের বিষয়টি অন্তর্ভুক্ত না থাকায় তারা হতাশ। এ কারণে শিক্ষার্থীরা দ্রুত শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি কমিশন গঠনের দাবি জানাচ্ছেন এবং দাবি পূরণ না হলে গণ-অনশন কর্মসূচিতে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

আগামী শনিবার বিকেলে পরবর্তী কর্মসূচি জানানো হবে। এ ছাড়া বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত অনলাইনে প্রচারণা এবং প্রতিটি কলেজের বিভাগভিত্তিক অনলাইন আলোচনা সভার আয়োজনও করা হবে।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!