‘প্লেনের নাক’ ঢুকেছে সিঁড়িতে, দুই পাখায় পুড়েছে শিশুদের দুই ক্লাসরুম
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুলাই ২১, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুলাই ২১, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ

রাজধানীর উত্তরা আজ পরিণত হয়েছে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনার স্থলে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান আকস্মিকভাবে বিধ্বস্ত হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শ্রেণির একটি ভবনে, যেখানে ক্লাস চলছিল কোমলমতি শিক্ষার্থীদের।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিমানটি প্রথমে ভবনের সামনে পড়ে এবং ছিটকে গিয়ে ভবনের সিঁড়ির কাছে আঘাত হানে। দুটি পাখার ধাক্কায় শিক্ষার্থীতে পরিপূর্ণ দুটি ক্লাসরুম সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং পুড়ে ছাই হয়ে যায়। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়লে বিদ্যালয়জুড়ে সৃষ্টি হয় আতঙ্ক।
🔥 আহত ৫০+, নিহত ১৯
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও আহতদের উদ্ধার করে। পরে বিজিবি, সেনাবাহিনী এবং বিমান বাহিনীও উদ্ধার অভিযানে যোগ দেয়।
আহতদের হেলিকপ্টারে করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়, এর মধ্যে ৫০ জন গুরুতর দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। ফায়ার সার্ভিস বিকেলের দিকে ১৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে।
🛩️ বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান ও পাইলটের অবস্থা
আইএসপিআর জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে থাকা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
🕯️ জাতির জন্য শোকাবহ মুহূর্ত: ড. মুহাম্মদ ইউনূস
এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় তিনি বলেন, “এই দুর্ঘটনা জাতির জন্য একটি গভীর বেদনার মুহূর্ত। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিমানসেনাদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।
সংশ্লিষ্ট হাসপাতাল ও কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছি।
স্বাধীন খবর ডটকম/আ আ