• আজ সকাল ৬:৩২, শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফরিদপুর বিভাগীয় গণসমাবেশ কোমরপুর আজিজ ইনস্টিটিউটের মাঠ পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ৭, ২০২২ ১১:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ৭, ২০২২ ১১:১৯ অপরাহ্ণ

 

আগামী ১২ নভেম্বর ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের জন্য শহরের উপকণ্ঠের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট স্কুল মাঠ বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন।
প্রশাসনের প্রস্তাবিত স্থান ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউটের মাঠ। এ প্রস্তাব মেনে নিয়ে সোমবার, নভেম্বর ৭, ২০২২, ফরিদপুর শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরের মাঠটি পরিদর্শন করেন কেন্দ্রীয় ও জেলা বিএনপি নেতৃবৃন্দ।
এর আগে সোমবার দুপুরে শহরের রাজেন্দ্র কলেজের মাঠে সম্ভাব্য গণসমাবেশস্থল পরিদর্শনও করেন বিএনপির প্রতিনিধি দল। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপি’র আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে ব্যারিস্টার শাহজাহান ওমর সাংবাদিকদের বলেন, বিভাগীয় গণসমাবেশে জনস্রোত দেখে সরকার ভীত হয়ে বড় মাঠ দিতে চাচ্ছে না। তারা ছোট মাঠ দিতে চাচ্ছে। তবুও আমরা আশা করছি, আমাদেরকে রাজেন্দ্র কলেজের মাঠেই জনসভার অনুমতি দেবে।
এ সময় অন্যান্য বিভাগীয় গণসমাবেশের চেয়ে ফরিদপুরের গণসমাবেশ আরো বড় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!