• আজ সন্ধ্যা ৬:২১, বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফুটবলে ভারতের কাছে হারল বাংলাদেশের নারী দল

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৯, ২০২২ ৮:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৯, ২০২২ ৮:০১ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

আজ (১৯ মার্চ) সন্ধ্যায় ভারতের জামশেদপুরে সাফ অ-১৮ নারী চ্যাম্পিয়শিপ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে ০-১ গোলে হেরেছে বাংলাদেশ। খেলা শেষে দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় তিন, ভারতের ছয় ও নেপালের শূন্য।

তিন দলের টুর্নামেন্টে মোট চারটি ম্যাচ। চার ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। একাধিক দলের পয়েন্ট সমান হলে সেক্ষেত্রে হেড টু হেড গোল ব্যবধান বিবেচনা হবে। নেপাল এই তিন দলের মধ্যে কিছুটা দুর্বল শক্তির। বাংলাদেশ ও ভারত নেপালের বিপক্ষে পরের ম্যাচ জিতলে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় ছাড়া অন্য কোনো বিকল্প থাকবে না।

আজকের ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ ও ভারত দুই দলই গোলের চেষ্টা করেছে। কেউ সফল হয়নি। গোলশূন্যভাবে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক ফুটবলার পরিবর্তন করে গোলের জন্য। ভারত সফল হয়। ৬৪ মিনিটে ভারতের নিতু গোল করেন। ভারতের এই গোলের পেছনে অবশ্য বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা ও ডিফেন্ডারদের খানিকটা দায় রয়েছে। ভারতের ফরোয়ার্ডের করা একটি ক্রস বক্সের মধ্যে বল ধরতে এগিয়ে আসেন রুপনা। বল ধরতে পারেননি। সেই বল ভারতের ফরোয়ার্ড বক্সের মধ্যে পেয়ে গোল করেন।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ