ফুলছড়িতে ভূমিদস্যু আখতার বাহিনীর শাস্তির দাবীতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ২১, ২০২২ ১:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ২১, ২০২২ ১:২৬ অপরাহ্ণ

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়িতে রাতের আঁধারে দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগে ভূমিদস্যু আখতার বাহিনীর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা সদরের থানা মোড়ে ভুক্তভোগী সাইদুর রহমানের স্ত্রী মুক্তা আক্তারের আহবানে এলাকাবাসী এ কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন, গোলাম মোস্তফা, মন্টু মিয়া, দিজেন রায়, ফেরদৌস হোসেন সহ অনেকে। মানববন্ধন শেষে অংশগ্রহনকারীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে।
মানববন্ধনে ভুক্তভোগী মুক্তা আক্তার বলেন, আমার স্বামী বেঁচে থাকাকালীন ফুলছড়ি থানা সড়কে ৭ শতক জমি ক্রয় করে। স্বামীর মৃত্যুর পর উক্ত ভোগ দখলকৃত জমিতে দোকানঘর ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করার সময় স্থানীয়দের কাছে ভূমিদস্যু হিসেবে চিহ্নিত আখতার বাহিনী পরিকল্পিতভাবে আদালতে মিথ্যা মামলা দিয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি ও আমার নির্মিত দোকানঘর বন্ধ করে দেয়। সম্প্রতি আদালত থেকে আমার পক্ষে রায় পেয়েছি। রায় পাওয়ার পরেও আমি আমার জায়গা দখল নিতে পারছি না। দোকানঘর খুলতে গেলেই তারা বিভিন্ন ভয়ভীতি দেখায়। সন্ত্রাসী আখতার বাহিনীর ভয়ে আমি এতিম সন্তানদের নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। মুক্তা আকতার আরো বলেন, আমি সব কিছু হারিয়ে বর্তমানে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছি। এ ব্যাপারে আমি ফুলছড়ি থানা পুলিশের কাছে সহযোগিতার জন্য বহুবার গেলেও তারা আমার অভিযোগ আমলে নেয়নি। আর একারণেই গত রবিবার দিবাগত রাতে ওই বাহিনীর প্রধান আখতারের নেতৃত্বে আমার বন্ধ থাকা দোকানঘর ভাংচুর ও লুটপাট করে।
স্বাধীন খবর ডটকম/আ আ
