ফেনীতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ফেনীতে কৃষক দলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২ ৯:৫৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২ ৯:৫৬ পূর্বাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
ফেনীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অনুযায়ী আজ ফেনীতে বিক্ষোভ সমাবেশ করেছে ফেনী জেলা কৃষক দল।
আজ বৃহস্পতিবার সকালে ফেনী জেলা বিএনপির অস্থায়ী কার্যলয়ের সামনে জেলা কৃষক দলের সভাপতি আলমগীর চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, জেলা জাসাসের সদস্য সচিব হাফিজুর রহমান, জেলা কৃষক দলের সহ সভাপতি নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সিনিয়র যুগ্ম সম্পাদক মাইন উদ্দিন, ফেনী সদর উপজেলা সাধারণ সম্পাদক আলাউদ্দিন ভূঁইয়া, ছাগলনাইয়ার সাধারণ সম্পাদক গাজী জসিম উদ্দিন, সোনাগাজীর সাধারণ সম্পাদক নুরুজ্জামান, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইউম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রাসেল, দাগনভুইয়া পৌর, আহবায়ক শওকত আলী শাহিন, ছাত্রদলের সদর উপজেলা যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিনসহ প্রমুখ ।
উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের সহ সভাপতি শাহাদাত হোসেন সেলিম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মজুমদার রশিদ, পৌর মৎসজীবি দলের সদস্য সচিব জহিরুল ইসলাম মানিক সহ বিএনপি ও কৃষক দলের নেতাকর্মীরা।