• আজ সন্ধ্যা ৬:৩৩, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বগুড়ায় প্রেমের বিয়ে মানেনি পরিবার, যুগলের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২২, ২০২২ ৮:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২২, ২০২২ ৮:৩১ পূর্বাহ্ণ

 

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় প্রেমের বিয়ে মেনে না নেয়ায় এক যুগলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২১ মার্চ) রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দামগাড়া কারিগর পাড়া ও মাসিমপুর চালুঞ্জা তালুকদার পাড়ায় ঘটনা ঘটে।

যুগলরা হলেন- দামগারা কারিগরপাড়া এলাকার মৃত জলিলের ছেলে সবুজ (২১) এবং তার স্ত্রী মার্জিয়া জান্নাত (১৮)। সবুজ পেশায় শ্রমিক ছিলেন আর মার্জিয়া স্থানীয় নামুজা ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থী।

স্বজনরা জানান, বছর খানেক আগে থেকে সবুজ ও জান্নাতের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে সোমবার (২১ মার্চ) বিকেলে দুজন গোপনে বিয়ে করে। বিয়ের পর সবুজ তার স্ত্রী মার্জিয়াকে বাড়িতে নিয়ে যায়।

এদিকে, সন্ধ্যায় মার্জিয়ার পরিবার বিষয়টি জানতে পেরে সবুজের বাড়ি থেকে জোরপূর্বক মার্জিয়াকে তুলে নিয়ে যায়।

এ ঘটনার পর রাতে তারা মুঠোফোন কথা বলতে শুরু করলে তাদের মধ্যেও কথা কাটাকাটি হয়। সবুজের সঙ্গে ফোনকলে থেকেই রাত সাড়ে ১০টার দিকে জান্নাত কীটনাশক পান করে আত্মহত্যা করে। ফোনে জান্নাতের কীটনাশক পানের বিষয়টি বুঝতে পেরে সবুজও তাৎক্ষণিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস জানান, পুলিশ রাতেই দুজনের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ