বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ওলামা লীগের শ্রদ্ধা ও বিশেষ দোয়া
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২ ৭:৪৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২ ৭:৪৪ পূর্বাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। বৃহস্পতিবার (১৭ মার্চ) ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতারা।
শ্রদ্ধা জানানোর পর বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ওলামা লীগ। দোয়া-মোনাজাতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহিদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
ওলামা লীগের নেতারা বলেন, বঙ্গবন্ধু-বাংলাদেশ এক ও অভিন্ন। বঙ্গবন্ধু এ দেশের ইসলাম, মুসলিমসহ সকল শ্রেণি পেশার মানুষের কল্যাণে কাজ করছেন। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।
এসময় উপস্থিত ছিলেন ওলামা লীগের কার্যকরী সভাপতি মাওলানা আনোয়ার শাহ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন জুয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইদ্রিচ আলম আল-কাদরী, ওলামা লীগের নেতা মাওলানা আব্দুল মুবিন আকন্দ, হাফেজ মাওলানা মাহবুব, হাফেজ মাওলানা শফিকুল ইসলামসহ অন্যরা।