• আজ রাত ১০:৫৬, বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বজ্রপাতের সর্তকতাঃ বৃষ্টি’র মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি না দেয়ার নির্দেশ ইউএনও’র

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৮, ২০২২ ৪:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৮, ২০২২ ৬:৩০ অপরাহ্ণ

 

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি

উদ্বেগ জনক ভাবে বজ্রপাত এবং বজ্রপাতে নিহত হওয়ার ঘটনা বৃদ্ধি পাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ছাত্র-ছাত্রীদের নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন। বৃষ্টি হলে অথবা বৃষ্টি শুরু হচ্ছে নিশ্চিত এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির ঘন্টা না বাজানো’র জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন,শিশুটি বাসায় থাকাবস্থায় অভিভাবকরা যেভাবে দায়িত্ব পালন করেন শিক্ষা প্রতিষ্ঠানে আসার পর ক্লাসের পাশাপাশি অভিভাবকের দায়িত্বও শিক্ষকদের পালন করতে হবে। অভিভাবক ছাড়া বৈরি পরিবেশে তাকে ছাড়া যাবে না। মঙ্গলবার (৭জুন) ময়মনসিংহের ভালুকায় উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা’র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদানকালে উপস্থিত প্রধান শিক্ষকদের দৃষ্টি আকর্ষন করে তিনি এ নির্দেশনা দেন। ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগীতাটির উদ্বোধন করেন ভালুকা উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। উপজেলা শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ,ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ইমরান হাসান ভুইয়া,উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইলিয়াস কাঞ্চন,সহকারী শিক্ষা অফিসার মাকসুদা খাতুন প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভালুকা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন জাহান,ভালুকা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহা আফরোজ সাঈদা,পুর্ব ভালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা বেগম,গোয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরাসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। উপজেলার ১টি পৌরসভা সহ ১১টি ইউনিয়নের প্রথম স্থান অধিকারীরা উপজেলা পর্যায়ের এ প্রতিযোগীতায় অংশ গ্রহন করে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ