বরিশালে বিএনপির গণসমাবেশে দুই চেয়ার ফাঁকা
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, নভেম্বর ৫, ২০২২ ২:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, নভেম্বর ৫, ২০২২ ২:২০ অপরাহ্ণ

বরিশালে বিএনপির গণসমাবেশ দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১১টার পর সমাবেশ শুরু হয়েছে। শুরু থেকে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। বরিশালের এ সমাবেশে বিএনপির চেয়ারপার্সন বেগম খালোদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দুটি চেয়ার ফাঁকা রাখা হয়েছে।
শনিবার বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) মিছিল নিয়ে বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। সকাল থেকেই সমাবেশস্থলে বরিশাল নগরী ও জেলার বিভিন্ন ইউনিটের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন।
এছাড়া বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা সকাল থেকেই ট্রলার যোগে এসে সমাবেশে যোগ দিচ্ছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টার দিকেও ট্রলার যোগে সমাবেশে আসতে দেখা গেছে। এছাড়াও সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে ট্রলার ও বালুবাহী জাহাজ-বাল্কহেড যোগে শুক্রবার মধ্যরাতেও নগরীতে প্রবেশ করতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলেটির মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।
জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপক্ষে সরকারের দাবিতে বিভাগীয় (দলের সাংগঠনিক বিভাগ) পর্যায়ে সমাবেশ করছে বিএনপি। ইতিমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুর বিভাগীয় সমাবেশ সম্পন্ন করেছে দলটি।
স্বাধীন খবর ডটকম/আ আ
