বরিশালে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, নভেম্বর ৫, ২০২২ ৬:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, নভেম্বর ৫, ২০২২ ৬:১৭ অপরাহ্ণ
বরিশালে বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়া নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে রাজধানীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে দলটি।
শনিবার বিকেলে নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল হয়ে নয়াপল্টনে শেষ হয় বিক্ষোভ-মিছিলটি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, তরিকুল ইসলাম তেনজিং, আব্দুর রহিম, যুবদল নেতা গোলাম মাওলা শাহীন, এনামুল হক, মেহেবুব মাসুম শান্ত, স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল আহসান , শফিউদ্দিন উদ্দিন সেন্টু, ডাঃ জাহিদ হোসেনসহ সহস্রাধিক নেতাকর্মী।
আজ সমাবেশে যোগদেয়ার জন্য ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে বিএনপি নেতা ও ঢাকার মেয়র প্রার্থী ইন্জিনিয়ারিং ইশরাক হোসেন, কেন্দ্রীয় নেতা রিয়াজুল ইসলাম রিজু, আশরাফ উদ্দিন বকুল, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সেলিনা সুলতানা নিশিতাসহ নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা করে আওয়ামিলীগ সন্ত্রাসীরা। এ সময় অসংখ্য গাড়ি ভাংচুর করা হয়। এসময় বহরে থাকা নেতাকর্মীদের উপরও হামলা করে। এর প্রতিবাদেই নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির গাড়ি বহরে হামলা করেছে। বিএনপির সমাবেশ বানচাল করতে এ হামলা করা হয়েছে। নানা কর্মকান্ড করে তারা জনগণের স্রোত ঠেকাতে না পেরে এখন সন্ত্রাসী পথ বেছে নিয়েছে। রুহুল কবির রিজভী হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, হামলা মামলা করে বিএনপি তথা জনস্রোত ঠেকানো যাবে না। সকল বাধা জয় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দেশবাসী ঐক্যবদ্ধ। এ সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।