বরিশালে সাজ্জাদ সেরনিয়াবাতের নেতৃত্বে মোটরসাইকেল মহড়া, উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, নভেম্বর ৪, ২০২২ ১০:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, নভেম্বর ৪, ২০২২ ১০:১২ অপরাহ্ণ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শনিবার বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগেই শুক্রবার সন্ধ্যায় নগরীতে ছাত্রলীগের একাধিক গ্রুপ মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছে। এর জবাবে ছাত্রদলও পাল্টা মিছিল করেছে। দু’দলের ছাত্র সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচিতে নগরীতে চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) বিএনপির বিভাগীয় গণসমাবেশের কয়েক ঘণ্টা আগে জেলা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ সেরনিয়াবাতের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলের মহড়া দেখা যায়। এটি নগরের প্রধান সড়ক সদর রোড, হাসপাতাল সড়ক, নাজিরের পুল ও বাংলাবাজার এলাকা প্রদক্ষিণ করে।
এছাড়াও নগরের বিভিন্ন পাড়া-মহল্লায় ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা মহড়া দেয়। একইসঙ্গে মোড়ে মোড়ে ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান নিয়েছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এদিকে বিএনপির সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যান থেকে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল বের হয়। এটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েল মিছিলের নেতৃত্ব দেন।
এ বিষয়ে সাজ্জাদ সেরনিয়াবাত বলেন, বরিশালে বিএনপি নাটকীয় সমাবেশ আয়োজন করেছে। এ সমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। নগরীতে তারা যাতে কোনো ধরণের বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য আমরা সতর্ক অবস্থানে আছি।
বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, বিভাগীয় গণসমাবেশে অংশ নিতে দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বরিশালে পৌঁছেছেন। এমন সময় ছাত্রলীগের মহড়ায় নগরের শান্ত পরিস্থিতি ব্যাহত হতে পারে। একইসঙ্গে এ ধরনের মহড়া না দেওয়ার জন্য ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
স্বাধীন খবর ডটকম/আ আ
