• আজ রাত ১:২৭, শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশাল-ঢাকা নৌ চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ৫, ২০২২ ৬:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ৫, ২০২২ ৬:৫৫ অপরাহ্ণ

 

বরিশাল-ঢাকা নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু হচ্ছে। যাত্রী সংকটের অজুহাতে একদিন বন্ধ থাকার পর আজ শনিবার রাত থেকে আবারো চলাচল শুরু হবে। এমভি সুন্দরবন ও এমভি পারবাত শনিবার রাতে ঢাকার উদ্দেশে বরিশাল নৌবন্দর ত্যাগ করবে। একইভাবে ঢাকা প্রান্ত থেকে বরিশালের উদ্দেশে লঞ্চ ছেড়ে আসবে।

প্রতিদিন রাতে বরিশাল থেকে চারটি ও ঢাকা থেকে চারটি লঞ্চ যাওয়া আসা করে।

বিভিন্ন দাবিতে সারাদেশে বিভাগীয় গণসমাবেশের ধারাবাহিকতায় শনিবার বরিশালে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আগের দিন গত শুক্রবার ঘোষণা ছাড়াই বরিশাল-ঢাকা রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে। গত বৃহস্পতিবার পূর্ব ঘোষণা ছাড়াই বরিশাল-ভোলা রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এর আগে গত ৩০ অক্টোবর বাসমালিক-শ্রমিকদের হয়রানি বন্ধসহ ৫দফা দাবিতে চার ও পাঁচ নভেম্বর সব ধরনের তিন চাকার যানবাহন ধর্মঘট ডাকে বরিশাল জেলা মিশুক, বেবিট্যাক্সি, টেক্সিকার ও সিএনজিচালক শমিক ইউনিয়ন। বিকল্প পথে মাছের ট্রলার, বাল্কহেড, নৌকায় করে নেতাকর্মীরা দুইদিন আগে সমাবেশস্থলে পৌঁছেছেন।

সুন্দরবন নেভিগেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শহীদুর রহমান পিন্টু বলেন, ‘বিএনপির সমাবেশে অনেক লোকসমাগাম হয়েছে। অনেকেই ঢাকা থেকে এসেছেন। তাদের বেশিরভাগ লঞ্চ করেই আবার ঢাকায় ফিরবেন। তাদের বিষয়টি মাথায় রেখে আজ শনিবার রাত ৮টার দিকে দুটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ‘

এমভি কীর্তনখোলা লঞ্চের মালিক মঞ্জুরুল আহসান ফেরদৌস বলেন, ‘গণসমাবেশ ও শুক্রবার হওয়ায় যাত্রী নেই। তাই লঞ্চ চলাচল শুক্রবার বন্ধ রাখা হয়েছিল। ‘ 

বিআইডব্লিউটি এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিদর্শক কবির হোসেন বলেন, ‘শনিবার রাতে ঢাকার উদ্দেশে দুটি লঞ্চ যাত্রী নিয়ে বরিশাল বন্দর ত্যাগ করবে। ‘ 

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!