বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ২৬, ২০২২ ৪:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ২৬, ২০২২ ৪:৪৫ অপরাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
আজ ২৬ মার্চ ২০২২ইং, স্বাধীনতা ও জাতীয় দিবস। নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামে ধানাইদহ হক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় দিবসটি উদযাপনের জন্য দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহন করে। সকাল ৮:৩০মিনিটে দুইজন মুক্তিযোদ্ধার মাধ্যমে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর শুরু হয় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং, যা জাহেদা হাসপাতাল এর সৌজন্যে অনুষ্ঠিত হয়। সকাল ০৯:৩০ মিনিটে শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহনে অংক দৌড়, হাতি উড়ে-পাখি উড়ে, বর্নদৌড়, বিস্কুট দৌড়, আলু কুড়ানো। খেলাধুলায় প্রতিটি শিশু স্বতঃফুর্তভাবে অংশগ্রহণ করে। এরপর শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সোহেল রানা, সমাজসেবা অফিসার, বড়াইগ্রাম, নাটোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শামসুজ্জোহা সাহেব, চেয়ারম্যান, ৪নং নগর ইউনিয়ন পরিষদ, বড়াইগ্রাম, নাটোর, আশরাফুজ্জামান, চেয়াম্যান, ভার্চুয়াল মার্কেট সলিউশন লিমিটেড, ডাঃ জাহিদুর রহমান, মেডিকেল ইমার্জেন্সী অফিসার, রাজশাহী মেডিকেল। আরো উপস্থিত ছিলেন ধানাইদহ গ্রামসহ পাশ্ববর্তী একাকার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিগণ সকলেই প্রধান শিক্ষক মোঃ মাহফুজুল হক এর সহিত পুরো বিদ্যালয় এবং দিবসের কার্যক্রম উপভোগ করেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন একেএম লুৎফুল হক।