• আজ রাত ১১:২০, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশকে আর্জেন্টিনা ফুটবল দলের ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ১৯, ২০২২ ১০:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ১৯, ২০২২ ১০:২০ অপরাহ্ণ

 

কাতার বিশ্বকাপের শুরু থেকেই আর্জেন্টিনাকে বিপুল সমর্থন দিয়েছে বাংলাদেশের আর্জেন্টিনার ভক্তরা। ৩৬ বছরের আক্ষেপ মিটিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের শিরোপা জয়ের পর বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল।

ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের তৃতীয় শিরোপা জিতে বাংলাদেশ সহ কয়েকটি দেশকে ধন্যবাদ জানিয়ে সোমবার (১৯ ডিসেম্বর) অফিশিয়াল টুইটারে পোস্ট করে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। টুইটারে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উল্লাসের একটি ভিডিও শেয়ার করে তারা লিখেছে, ‘ধন্যবাদ বাংলাদেশ। ধন্যবাদ কেরালা, ভারত এবং পাকিস্তান। তোমাদের সমর্থন অসাধারণ ছিল।’

এর আগে বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়ে ধন্যবাদ জানান স্কালোনি।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ