বাংলাদেশে আসছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা রবিবার
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ১৭, ২০২২ ৭:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ১৭, ২০২২ ৭:১৯ পূর্বাহ্ণ

আলম হোসেন:
শ্রম অধিকার ও মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশ কতটা কার্যকর পদক্ষেপ নিচ্ছে তা খতিয়ে দেখতে ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্যের এক প্রতিনিধি দল রবিবার ঢাকায় আসছেন।ইউরোপীয় পার্লামেন্টের বাণিজ্য কমিটির সদস্যরা বাংলাদেশ সফরের সময় বাণিজ্য, শ্রম অধিকারসহ নানা বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করবেন। বাণিজ্য ইস্যু নিয়ে আসা ইইউ’র দলটি সরকার ও রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ে আলোচনা করবেন গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনের মত ইস্যুগুলোতে। রাজনৈতিক সংকট উত্তরণের বিষয়ে এছাড়া বিএনপির চেয়াপারর্সন বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার ও মুক্তি সবদলের অংশগ্রহণে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করবেন।ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ প্রতিনিধি দল তিন দিনের সফরে ১৮থেকে২০ জুলাই আসা এই প্রতিনিধি দল দেশের শীর্ষ দুই দল বিএনপি ও আওয়ামীলীগের নেতাদের সঙ্গে কথা বলবেন।ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট হেইদি হাউতলা, অন্য সদস্যরা হলেন জর্দি ক্যানাস, হোসে ম্যানুয়েল গার্সিয়া-মারগালো ওয়াই মারফিল, সোভেন সাইমন,ম্যাক্সিমিলিয়ান কেরাহ.মিসেস অ্যাগনেস জঙ্গেরিয়াস।
স্বাধীন খবর ডটকম/আ আ
