• আজ সকাল ৮:০৭, বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে জাতীয় মানবাধিকার সমিতি

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২ ৮:১৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২ ৮:১৬ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইতিহাস গড়ে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। গতকাল সেঞ্চুরিয়ানে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে হারায় স্বাগতিকদের। ৩৭ ওভারে সবক’টি উইকেটে দক্ষিণ আফ্রিকার করা ১৫৪ রানের জবাবে বাংলাদেশ ২৬.৩ ওভারে মাত্র এক উইকেটে ১৫৬ রান করে ঐতিহাসিক জয় তুলে নেয়।

অসাধারণ এই সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন।

অসাধারণ নৈপুন্যে বাংলাদেশ শেষ পর্যন্ত সিরিজ জয় ছিনিয়ে আনে। নেতৃবৃন্দ, তাদের পরবর্তীতে অনুষ্ঠিত টেস্ট সিরিজের জন্য শুভকামনা জানান।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ