বাংলাদেশ সৌদি আরবের বিনিয়োগকে স্বাগত জানায় : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ৩০, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ৩০, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
মুসলিম দেশগুলোর অনেক সমস্যা রয়েছে, সেগুলো আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব সমস্যায় তৃতীয় কোনো পক্ষ হস্তক্ষেপ করুক সেটা তিনি প্রত্যাশা করেন না বলে জানিয়েছেন সরকারপ্রধান। এজন্য মুসলিমদের মধ্যে ঐক্য গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেছেন তিনি।
বুধবার (৩০ মার্চ) বিকালে সংসদ ভবনে সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ ঈসা বিন ইউসুফ আল দুহাইলান সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে আলোচনার মাধ্যমে তাদের মধ্যকার বিদ্যমান সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। সৌদি রাষ্ট্রদূতকে তিনি বলেন, ‘মুসলিম দেশগুলোর মধ্যে বিদ্যমান সমস্যা সমাধানে তৃতীয় পক্ষ বা কোনো দেশকে বাইরে থেকে আমন্ত্রণ জানাবেন না।’
সৌদি আরব বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করায় প্রধানমন্ত্রী দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সে দেশের জন্য জমি বরাদ্দের প্রস্তাব দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সৌদি আরবের বিনিয়োগকে স্বাগত জানায়। তারা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য জমি পছন্দ করতে পারেন।’
বৈঠকে প্রধানমন্ত্রী এক্সপো-২০৩০ আয়োজনের জন্য সৌদি আরবকে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন। রাষ্ট্রদূত এ ব্যাপারে তাদের প্রার্থীর প্রতি বাংলাদেশের সমর্থন কামনা করেন।
সৌদি রাষ্ট্রদূত দেশটির বাদশাহর পক্ষ থেকে ১০ কেজি (কিলোগ্রাম) ওজনের স্বর্ণ ও রৌপ্যের তৈরি পবিত্র কোরআনের আয়াত উৎকীর্ণ একটি গিলাফ হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার প্রধান, যিনি সৌদি আরবের বাদশাহর পক্ষ থেকে এ ধরনের একটি গিলাফ গ্রহণ করলেন।’
এ সময় বাংলাদেশ প্রধানমন্ত্রী এই উপহারের জন্য সৌদি বাদশাহকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশি মানুষের হৃদয়ে সৌদি আরবের জন্য একটি বিশেষ স্থান রয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্য পরস্পরের মধ্যে ব্যবসা ও বাণিজ্য বাড়ানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন উপস্থিত ছিলেন।
স্বাধীন খবর ডটকম/আ আ
