বাইডেনের যে ভুলে ইউক্রেন এখন গোটা বিশ্বের বিপর্যয়
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, অক্টোবর ৩০, ২০২৪ ১০:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, অক্টোবর ৩০, ২০২৪ ১০:৫২ পূর্বাহ্ণ
২০২২ সালের মার্চে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর, জো বাইডেন পোল্যান্ডের ওয়ারশে বক্তৃতায় রাশিয়াকে সতর্ক করে ন্যাটোর সীমানা রক্ষার অঙ্গীকার করেছিলেন। বাইডেন বলেছিলেন, ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দেওয়া হবে, এবং রাশিয়ার অর্থনীতি ও মুদ্রা ধ্বংস করা হবে। যদিও ইউক্রেন ন্যাটোর সদস্য নয়, বাইডেন এ সংঘাতকে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার প্রতীক হিসেবে তুলে ধরেন।
তবে বাইডেনের এই প্রশমনের কৌশল রাশিয়া–ইউক্রেন সংঘাতের ৩০ মাস পর চরমভাবে ব্যর্থ বলে প্রতীয়মান হয়। ইউক্রেনের যুদ্ধ ছড়িয়ে পড়েছে, যা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতবিরোধ এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের কারণ হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পশ্চিমা দেশগুলোকে দায়ী করে পারমাণবিক হামলার হুমকি দেন, যা বৈশ্বিক উত্তেজনা বাড়িয়েছে। এদিকে, চীন রাশিয়ার সঙ্গে সম্পর্ক দৃঢ় করে বিশ্ব রাজনীতিতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করছে এবং পশ্চিমা প্রভাব কমানোর লক্ষ্য নিয়ে কাজ করছে।
যুদ্ধের ফলে ইউক্রেনের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে, পুনর্গঠনে বিপুল অর্থের প্রয়োজন হবে। জাতিসংঘের হিসেবে, হাজারো বেসামরিক ব্যক্তি এবং সেনা সদস্যের প্রাণহানি হয়েছে। এ সংঘাত রাশিয়ায় আরও কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করেছে এবং বিশ্ব রাজনীতিকে এক অস্থিতিশীল পথে ঠেলে দিয়েছে। শান্তি প্রতিষ্ঠা ও উত্তেজনা প্রশমনে শক্তিশালী নেতৃত্বের অভাব এ সংঘাতকে আরও দীর্ঘায়িত করছে।