• আজ রাত ১০:২৩, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাড়ছে পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২৭, ২০২৪ ১০:২৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২৭, ২০২৪ ১০:২৩ পূর্বাহ্ণ

 

গত দুই সপ্তাহ ধরে পেঁয়াজের দাম বেড়েছে, কারণ দেশি পেঁয়াজের সরবরাহ কমে গেছে। অতিবৃষ্টির কারণে নতুন পেঁয়াজ বপনে বিলম্ব হচ্ছে এবং আমদানি করা পেঁয়াজের দামও কিছুটা বেড়েছে। এখন দেশি পেঁয়াজ প্রতি কেজি ১২৫-১৪০ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মুরগি, ডিম এবং চালের দামও বেড়েছে, যেখানে ব্রয়লার মুরগি ১৯০-২১০ টাকা এবং সোনালি মুরগি ৩০০-৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ডিমের দাম কিছুটা কমেছিল, তবে আবার বেড়ে এখন ১৫৫-১৬০ টাকা ডজন হয়েছে। চালের দামও বেড়েছে কেজিতে ২-৪ টাকা।

অন্যদিকে, মরিচের দাম ২০০ টাকার নিচে নেমে ১৬০-১৮০ টাকায় এবং সবজির দামও কিছুটা কমেছে। এক সপ্তাহে ঢ্যাঁড়স, পটোল, মুলাসহ বেশির ভাগ সবজির দাম ৫০-৮০ টাকার মধ্যে নেমে এসেছে। শীতকালীন সবজি ধীরে ধীরে বাজারে আসতে শুরু করায় শিগগির সবজির দাম আরও কমতে পারে।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ