বানারীপাড়া প্রেসক্লাবের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ১৮, ২০২২ ১২:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ১৮, ২০২২ ১২:০২ অপরাহ্ণ
রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় প্রেস ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী,স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ বিকালে বানারীপাড়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় বানারীপাড়া একাদশ উপজেলার চাখার ইউনিয়নের কালিরবাজার একাদশকে ৯৬ রানে পরাজিত করে বিজয়ী ( চ্যাম্পিয়ন) হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, পৌর মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন। বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার ও আক্তার হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, বানারীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আফরোজা বেগম, সরকারি বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আক্কাস আলী খান,উপজেলা আওয়া লীগের ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল,উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন, পৌরসভার প্যানেল মেয়র অধ্যাপক এমাম হোসেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস মিজানুল ইসলাম ও এস এম গোলাম মাহমুদ রিপন, যুবলীগ নেতা মহসিন রেজা ও তপু খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান হোসেন সিকদার ও সাংগঠনিক সম্পাদক মনির খান, বানারীপাড়া ইলেকট্রনিক্স পার্কের স্বত্বাধিকারী মাইনুল হাসান রোজেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি ইলিয়াস শেখ, জাহিন খালাসী, প্রভাষক মামুন আহমেদ ও স্বপন মাঝি, যুগ্ম-সম্পাদক মোঘল সুমন শাফকাত ও ফয়েজ আহমেদ শাওন,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক কে এম শফিকুল আলম জুয়েল এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা। খেলায় ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হন বানারীপাড়া একাদশের রাকিব,সেরা ফিল্ডিং বানারীপাড়া একাদশের রমিম ও সর্বোচ্চ উইকেট শিকারী কালির বাজার একাদশের আল আমিনকে পুরস্কৃত করা হয়। শাহাদাৎ হোসেন ও তাজগীর আহম্মেদ খেলায় আম্পায়ারের দায়িত্ব পালণ করেন। খেলা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য মো. শাহে আলমসহ বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী (চ্যাম্পিয়ন) ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন ।