বাবার জন্য ভোটের মাঠে সোনাক্ষি
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২ ৯:৫৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২ ৯:৫৮ পূর্বাহ্ণ
বিনোদন ডেস্ক
ভারতের প্রখ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে আসানসোল লোকসভা আসনে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তাই বাবাকে জেতাতে পশ্চিমবঙ্গে যাবেন বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা।
শত্রুঘ্ন নিজেই জানিয়েছেন, ভোটের প্রচারে আসানসোলে আসবেন তার মেয়ে সোনাক্ষি। এরই মধ্যে শত্রুঘ্ন- সোনাক্ষির ছবি পাশাপাশি রেখে সামাজিক মাধ্যমে প্রচার শুরু করেছে শাসক দল।
শত্রুঘ্ন সিনহা প্রথমে বিজেপিতে ছিলেন। তবে আসানসোল উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। যা নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ইতোমধ্যে তাকে ‘বহিরাগত’, ‘বিহারী বাবু’র তকমা দিয়েছেন অনেকে। তবে শত্রুঘ্নর দাবি তিনি দেশের সেবা করছেন। তিনি ভারতেই জন্মেছেন, তাই বহিরাগত কথাটা কোনোভাবেই মানেন না তিনি!
অভিনেতা বলেন, ‘আমাদের মতো যারা আছেন, তারা অল ইন্ডিয়া ফিগার। আমরা যে খ্যাতি পেয়েছি তাতে পুরো ভারতের ভূমিকা রয়েছে। সে খ্যাতিতে অন্ধ্র, তামিলনাড়ু, বিহার কিংবা বাংলার সব রাজ্যের সমান অবদান রয়েছে। এটা একটাই দেশ।’ তবে বাবার নির্বাচন নিয়ে এখনো কোনো মন্তব্য করতে দেখা যায়নি ‘দাবাং’ নায়িকাকে।