• আজ রাত ৪:৪৯, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাবার ট্রলিচাপায় মেয়েসহ দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ১৭, ২০২২ ৭:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ১৭, ২০২২ ৭:৫৪ পূর্বাহ্ণ

 

জেলা প্রতিনিধি

যশোর সদর উপজেলায় বাবার ট্রলির নিচে চাপা পড়ে মেয়েসহ দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৭ জুলাই) সকালে সাড়ে ৬টার দিকে উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- ওই গ্রামের কামাল হোসেনের মেয়ে নাহিয়া (৪) এবং জামাল হোসেনের ছেলে আবু হুরাইরা বাঁধন (২)।

স্থানীয়রা জানান, সকালে কামাল হোসেন কাজের জন্য নিজ বাড়ি থেকে ট্রলি নিয়ে বের হচ্ছিলেন। তিনি ব্যাক গিয়ারে দিয়ে গাড়িটি নিয়ে বাড়ি সংলগ্ন রাস্তায় ওঠার চেষ্টা করছিলেন। এ সময় ওই দুই শিশু খেলার ছলে ট্রাকের পেছনে চলে যায় এবং নিচে চাপা পড়ে। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন জড়ো হয়। কামাল ট্রাক থেকে নেমে দেখেন, দুই শিশু ট্রাকের নিচে চাপা পড়েছে।

নাহিয়া কামাল হোসেনের মেয়ে এবং বাঁধন তার ভাই জামাল হোসেনের ছেলে।

স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশু দুটির মরদেহ তাদের নিজ বাড়িতে রয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

এদিকে গতকাল শনিবার (১৬ জুলাই) দেশের ১০ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত হন। এ ছাড়া আহত হন আরও ৩৪ জন।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ