বাম গণতান্ত্রিক জোটের হরতালে পুলিশের বাধা, প্রতিবাদে বিক্ষোভের ডাক
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ২৮, ২০২২ ১০:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ২৮, ২০২২ ১০:৩১ পূর্বাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
দেশে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা বাম গণতান্ত্রিক জোটের হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে দফায় দফায়। আজ সোমবার দুপুরে রাজধানীর পল্টন মোড়ে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সড়কে যানচলাচল বিঘ্ন হয়, সৃষ্টি হয় ব্যাপক যানজট। পুলিশি বাধার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বামজোট।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া বলেন, হরতাল সমর্থনকারীরা প্রথমে পুলিশকে আক্রমণ করে, হামলা করে। এরপর পুলিশ বাধ্য হয়ে জলকামান ব্যবহার করে হরতালকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পল্টন এলাকায় যানচলাচল স্বাভাবিক আছে।
এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে পল্টন মোড়ে জোটের নেতারা রাস্তার একপাশে জড়ো হয়ে বক্তব্য দিতে শুরু করেন। এ সময় পুলিশ বাধা দেয় বলে অভিযোগ ওঠে। এ নিয়ে হট্টগোল শুরু হলে পুলিশ লাঠিপেটা শুরু করে। বামজোটের নেতাকর্মীরাও তখন পুলিশের দিকে ঢিল ছুঁড়তে শুরু করে। এক পর্যায়, পুলিশ হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল ছোঁড়ে।