• আজ সকাল ৭:৩৪, সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বার্মিংহামে ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৩০, ২০২২ ৭:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৩০, ২০২২ ৭:৫৪ পূর্বাহ্ণ

 

লন্ডন প্রতিনিধি

বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেম,কাওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মুহতারাম মহাসচিব, জামেয়া রাহমানীয়া আজিজিয়া এর প্রতিষ্ঠাতা শায়খুল হাদীস ইবনে শায়খুল হাদীস মুফতি মাহফুজুল হকের বৃটেন আগমন উপলক্ষে এক ওলামা ও সুধী সমাবেশ
আজ ২৭ মার্চ রবিবার বার্মিংহাম জামেয়া কোরআনিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জামেয়া ইসলামিয়া বার্মিংহাম এর প্রিন্সিপাল শায়খুল হাদীস মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম মাওলানা ইমাম ফরিদ আহমদ খান, জামেয়া দারুস সুন্নাহ লন্ডন এর চেয়ারম্যান বিশিষ্ট আলেম মাওলানা গোলাম কিবরিয়া,মাদীনাতুল খাইরী আল ইসলামির চেয়ারম্যান মাওলানা শায়খ ফয়েজ আহমদ,শাহবাগ জামেয়ার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা খালিদ আহমদ,আশরাফুল উলুম বার্মিংহাম এর প্রিন্সিপাল হাফিজ মাওলানা শায়খ ইকবাল হোসাইন,ক্বারী আব্দুল মুকিত আজাদ, হাফিজ মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ, মাওলানা শায়খ নূরে আলম হামিদী, মাওলানা শায়খ ছালেহ আহমদ হামিদী, মাওলানা শাহীনূর মিয়া,বার্মিংহাম তাক্বওয়া মসজিদে ইমাম ও খতিব ব্যারিষ্টার মাওলানা বদরুল হক, জামেয়া ইসলামিয়া বার্মিংহাম এর শিক্ষা সচিব ও মুহাদ্দিস মাওলানা ফয়জুল হক আব্দুল আজিজ, মাওলানা এনামুল হাসান সাবির, মুফতি ছালেহ আহমদ, মাওলানা শায়খ নাজিম উদ্দিন, মুহাদ্দিস মুফতি নূরুল ইসলাম, মাওলানা উবায়দুল্লাহ শামীম, মাওলানা ছালেহ আহমদ, মাওলানা এনামুল হক খান, হাফিজ মনসুর রেজা, মাওলানা আহমদ হোসাইন, ক্বারী মাওলানা মুদ্দাসির আনোয়ার, হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাছুম, মাওলানা মুহাম্মদ আল আমিন, হাফিজ সৈয়দ শিহাব উদ্দিন আহমদ, প্রমুখ।
উলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বেফাক মহাসচিব মুফতি মাহফুজুল হক বলেন, উম্মাহের ব্যাপারে আলেম উলামাদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি। উম্মাহকে তত্ত্বাবধান করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের উপর গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দিয়ে গেছেন। আমাদের সবাইকে সবসময় নিজেদের ছেয়ে উম্মাহকে নিয়ে বেশি চিন্তা ও কাজ করতে হবে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ