• আজ রাত ২:২০, শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিআরটিএ খুলনা কার্যালয় সংলগ্ন বিভিন্ন মার্কেটে বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১৪, ২০২২ ৬:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১৪, ২০২২ ৬:২১ অপরাহ্ণ

 

ফকির শহিদুল ইসলাম,খুলনা
গ্রাহক সেবার মান বৃদ্ধি এবং দালাল মুক্ত ও প্রতারকদের দৌরাত্ম-হয়রানি বন্ধে বিশেষ তল­াশী অভিযান পরিচালনা করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা সার্কেল কার্যালয়। সঠিক সেবা প্রদানে দালালমুক্ত পরিবেশে সেবা প্রদান এবং গ্রাহক হয়রানি দূরীকরণে প্রতিষ্ঠানটি এ অভিযান পরিচালনা করে।
গতকাল সোমবার সকাল থেকে দফায় দফায় বিআরটিএ খুলনা সার্কেল বাদামতলা কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জি.) প্রকৌশলী তানভীর আহমেদ এ বিশেষ তল­াশী অভিযান পরিচালনা করেন। তিনি কার্যালয়ের পার্র্শ্ববর্তী বিভিন্ন মার্কেটের দোকান, হোটেলে এবং দালালদের অবস্থান থাকে এমন সকল স্থানে তল­াশী অভিযান চালায়।
এ সময় তিনি বলেন সেবা প্রত্যাশী গ্রাহকদের সঠিক সেবা প্রদানে বিভিন্ন লিফলেট বিতরণ, অভিযোগ বক্সসহ নিয়মিত মনিটরিং করা হবে। গ্রাহক সেবা হয়রানি দূরীকরণে এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিতে তল­াশী অভিযান চলমান থাকবে।

তল্লাশী অভিযান পরিচালনায় অন্যান্যের মধ্যে বিআরটিএ খুলনা সার্কেল কার্যালয় মোটরযান পরিদর্শক মোঃ কামরুজ্জামান, মোঃ সাবরুজ্জামান দুলালসহ প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!