• আজ রাত ১১:৩৯, বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপিকে ক্ষমতায় আনতে বিদেশি সহযোগিতার প্রয়োজন নেই: গ‌য়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৯, ২০২২ ১২:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৯, ২০২২ ১২:১৯ অপরাহ্ণ

 

টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য গয়েশ্বর চন্দ্র রায়

ব‌লে‌ছেন,বিএনপিকে ক্ষমতায় আনার জন্য আমেরিকা ভারত কারও সহযোগিতার প্রয়োজন নেই। তবে জনগণের ভোটাধিকারপ্রয়োগের জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

র‌বিবার (২৯ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলায়াতনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন এর উদ্যোগেবাংলাদেশভারত সম্পর্ক জাতীয় স্বার্থ শীর্ষক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

গয়েশ্বর বলেন, ১৯৯৬ সালে ভারতের একটি প্রোগ্রামে বর্তমান প্রধানমন্ত্রীকে সঞ্চালক মূখ্যমন্ত্রী হিসেবে উপস্থাপন করেছিলেন।বর্তমান প্রধানমন্ত্রী তার বিরোধিতা করেনি সঞ্চালকও তার ভুল স্বীকার করেননি। বৃহৎ দেশ হিসেবে ছোট দেশকে দমিয়েরাখার কটূকৌশল হতে পারে।

তি‌নি ব‌লেন, বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বিশৃঙ্খলা করছে ভারত। অথচ ভারতের স্বাস্থ্য ব্যবস্থার আয়ের ৬৪ শতাংশ আয় করেবাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে ভারত হোটেল ব্যবসা, পোশাক খাত থেকেও অনেক আয় করে থাকে। যেখানে আমার দেশেরমানুষ বেকার, বৈধ বা অবৈধভাবে বিদেশে কাজ করছে। সেখানে ভারতের অনেক মানুষ এই দেশে কাজ করছে। কি পরিমাণভারতীয় মানুষ এই দেশে কাজ করছে তার সঠিক পরিসংখ্যান নেই। ভারতকে ভাবতে হবে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবেকিনা।

তি‌নি আরও ব‌লেন, তিস্তা, ফারাক্কা, টিপাইমুখ বাঁধ নিয়ে ভারতে আন্দোলন হয় আর আমরা পানি পাই না।

তি‌নি ব‌লেন, ইভিএম বাতিল, নির্বাচন কমিশন বাতিল, সরকারের পদত্যাগসহ বিভিন্ন শর্ত পূরণ করলে বিএনপি নির্বাচনেযাবে। বর্তমান সরকার শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবে না।

সংগঠনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে বিএন‌পির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিনফারুক, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, মৎস্যজীবী দলেরযুগ্ন আহবায়ক মো. ফারুক পাটোয়ারী,জাতীয়তাবাদী প্রজন্ম দল সভাপতি মো. গিয়াস উদ্দিন প্রমুখ।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ