বিএনপির কেন্দ্রীয় নেতা সালামসহ ৫০ নেতাকর্মীর আগাম জামিন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২ ৬:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২ ৬:৪৭ অপরাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ মুন্সীগঞ্জ জেলার দলীয় ৫০ নেতাকর্মী আগাম জামিন পেয়েছেন।
মুন্সীগঞ্জে পুলিশের মামলায় মঙ্গলবার হাইকোর্ট থেকে তারা আগাম জামিন পান।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
বিএনপির আইনজীবী খোন্দকার আব্দুল হামিদ ডব্লিউ বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা হাইকোর্টে আগাম জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করে ৬ সপ্তাহের জন্য আগাম জামিন প্রদান করেন।
বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ যুগান্তরকে বলেন, ‘তেল-চাল-ডাল, গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ৫ মার্চ বিএনপির লৌহজং উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় ঘোড়দৌড় বাজারস্থ উপজেলার প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে মিছিল বের করলে প্রশাসনের পূর্ব অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ নেতাকর্মীদের উপর বিনা উস্কানিতে অতর্কিত হামলা করে। এতে অনেক নেতাকর্মীদের আহত হন। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। ওইদিন রাতেই পুলিশ বাদী হয়ে আমাকেসহ লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক মো: শাহজাহান খান, সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৫৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে। মঙ্গলবার আমরা ৫০ নেতাকর্মী হাইকোর্টে আগাম জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করে ৬ সপ্তাহের জন্য আগাম জামিন প্রদান করেন।