বিএনপির দপ্তরে নতুন মুখ
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ২২, ২০২২ ১২:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ২২, ২০২২ ৯:০৯ অপরাহ্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট
বিএনপি’র কেন্দ্রীয় দফতরে রদবদল হয়েছে। দলটির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বেলাল আহমেদকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক পদ থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক’ পদে মনোনীত করা হয়েছে।
এছাড়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী-কে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে মনোনীত করা হয়েছে। এরা দু’জনই বিএনপি’র কেন্দ্রীয় দফতরের সঙ্গে সংযুক্ত থাকবেন।
প্রসঙ্গত, গত নির্বাহী কমিটির সদস্য দপ্তরে কাজ করতেন। বেলাল আহমেদকে ষষ্ঠ জাতীয় কাউন্সিলে সহ-দপ্তর সম্পাদক করা হয়। এরপর বিভিন্ন সময় তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে যা গণমাধ্যমে প্রকাশ হয়। তবে দাপ্তরিক অভিজ্ঞতাসম্পন্ন বেলাল আহমেদকে কেন স্থানান্তর করা হল সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।
স্বাধীন খবর ডটকম/আ আ
