বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, নভেম্বর ১, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, নভেম্বর ১, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ
জয়পুরহাটে একই স্থানে শহর ও থানা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ডাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
জয়পুরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দীন জাহাঙ্গীরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় রাজনৈতিক দলের দুটি গ্রুপ একই সময়ে ও একই স্থানে কাউন্সিল অধিবেশন আহ্বান করায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনসাধারণের জানমালের ক্ষতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জেলা বিএনপির বিবদমান দুটি গ্রুপ একটি গ্রুপ পৌর এলাকার নতুনহাটে শুক্রবার সকাল ৯টায় এবং অপর গ্রুপ পাশে একটি প্রাথমিক বিদ্যালয়ে একই সময়ে পাল্টাপাল্টি কাউন্সিল অধিবেশন ডাকতে যাচ্ছে। এই অবস্থায় শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
দলের একটি বড় অংশকে বাদ দিয়ে সম্মেলন আহ্বান করার প্রতিবাদে বুধবার ও বৃহস্পতিবার বিএনপির এক অংশ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বলেছেন, নতুনহাটে জেলা ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছেন। যদি কেউ আইন অমান্য করার চেষ্টা করে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।