• আজ রাত ৪:৩৫, শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির বিভ্রান্তিকর বক্তব্যই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে বাধা

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ২৫, ২০২২ ১০:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ২৫, ২০২২ ১০:২২ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, একাত্তরে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপিনেতাদের বিভ্রান্তিকর বক্তব্য গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের ক্ষেত্রে বড় বাধা। বিএনপির গুজবি বক্তব্যের কারণেই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে না।

শুক্রবার (২৫ মার্চ) সকালে চট্টগ্রামের ষোলশহরে উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির নেত্রী খালেদা জিয়াসহ তাঁদের নেতারা একাত্তরে শহীদদের সংখ্যা ৩০ লাখ কি না, সে বিষয়ে বিভিন্ন সময় প্রশ্ন তুলেছেন। একজন সাবেক প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্য বিশ্ববাসীকে বিভ্রান্ত করে। না হলে অনেক আগেই গণহত্যার স্বীকৃতি মিলত।’

‘বিএনপি স্বাধীনতাবিরোধীদের প্রধান রক্ষাকারী ও পৃষ্ঠপোষক’ মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘নিম্ন আয়ের এক কোটি মানুষকে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিচ্ছে সরকার। এতে জনগণের মধ্যে স্বস্তি ফিরে এলেও বিএনপি এবং কিছু বুদ্ধিজীবীর অস্বস্তি বেড়ে গেছে।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সারা বিশ্ব যখন দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও ইতিবাচক পরিবর্তনে প্রধানমন্ত্রীর প্রশংসা করছে, তখনও তাঁরা সরকারের সমালোচনা করে যাচ্ছেন।’

স্বাধীনতা দিবসকে ঘিরে আয়োজিত চট্টগ্রাম নগরীর ষোলশহর এলজিইডি ভবন মিলনায়তনে উত্তর জেলা আওয়ামী সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ ছালাম। সভায় ইফতেখোর হোসেন বাবুল ও অধ্যাপক মঈনুদ্দীন বক্তব্য দেন।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ