• আজ রাত ১১:৩৭, বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২১, ২০২২ ৮:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২১, ২০২২ ৮:২৯ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন আব্দুস সালাম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অ্যডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। পদোন্নতি দিয়ে তাকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

শনিবার (২১ মে) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফজলুল হক মিলনের স্থলে তাকে নতুন এই দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি কাউন্সিলে গাজীপুর জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন ফজলুল হক মিলন। এ কারণে দলের গঠনতন্ত্রের বাধ্যবাধকতা অনুযায়ী কেন্দ্রীয় পদ ছাড়তে হয় তাকে। তার স্থলে দায়িত্ব পেলেন আবদুস সালাম আজাদ।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংগঠনিক সম্পাদকের নতুন দায়িত্ব দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আব্দুস সালাম আজাদ গণমাধ্যমকে বলেন, আমার ওপর যে কোনো দায়িত্ব অতীতের মতো সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আগামী দিনের আন্দোলন সফল করতে দলের যে কোনো নির্দেশ পালন করতে প্রস্তুত রয়েছি। জীবন দিয়ে হলেও রাজপথে থেকে আন্দোলন সফল করব।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ