বিএনপি-জামায়াত কোটা সংস্কারের নামে সন্তানদের মাঠে নামিয়েছে: যুবলীগ সাধারণ সম্পাদক
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ১৩, ২০২৪ ১:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ১৩, ২০২৪ ১:০২ অপরাহ্ণ
যুবলীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাইনুল হোসেন খান বলেছেন, জামায়াত-বিএনপি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। কোটা সংস্কারের নামে তারা তাদের সন্তানদের মাঠে নামিয়েছে। এত দিন দলের ব্যানারে আন্দোলন করে সফল হতে পারেনি। এবার তারা কোটা সংস্কারের নাম নিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।
আজ শুক্রবার বিকেলে সিলেটের ওসমানীনগরে বন্যাদুর্গত ব্যক্তিদের ত্রাণসহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাইনুল হোসেন খান এ কথা বলেন। আজ বিকেল চারটার দিকে ওসমানীনগর উপজেলা সম্মেলনকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।