• আজ সকাল ১০:৪৭, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিদেশি গণমাধ্যমকে একহাত নিলেন পুতিন

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২১, ২০২২ ৩:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২১, ২০২২ ৩:৩৯ অপরাহ্ণ

 

যুদ্ধে অন্যতম ভূমিকা থাকে গণমাধ্যমের। অনেক সময় গণমাধ্যমকে অস্ত্র হিসেবেও ব্যবহার করা হয়। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর থেকেই পশ্চিমা এবং বিদেশি নানা গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার তারই বহিঃপ্রকাশ ঘটালেন তিনি। পুতিনের দাবি, ইউক্রেনে হামলা হলে তা প্রচার করে পশ্চিমা গণমাধ্যমগুলো। কিন্তু রাশিয়ায় হামলা হলে তা প্রচার করা হয় না। খবর তাসের।
সম্প্রতি ইউক্রেন থেকে দখল করা রাশিয়ার দোনেৎস্কে হামলা করেছে ইউক্রেন। এতে অঞ্চলটির বহু বেসামরিক নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তা কোনো গণমাধ্যমে প্রচার করা হয়নি।

স্থানীয় সময় মঙ্গলবার দোনেৎস্কের ভারপ্রাপ্ত প্রধান ডেনিস পুশিলিনের সঙ্গে সাক্ষাৎকারের সময় পুতিন বলেন, ‘আমি খেয়াল করেছি একটি বিদেশি গণমাধ্যমও এমনকি কোনো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও দোনেৎস্কে হামলার খবর প্রচার করেনি। সবাই চুপসে গেছে।’
এ সময় পশ্চিমা এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের নাম উল্লেখ না করে তাদের তুলাধোনা করেন পুতিন।
গত সেপ্টেম্বরে এক গণভোটের মাধ্যমে ইউক্রেনের ঝাপোরিঝিয়াসহ চারটি অঞ্চল নিজেদের দখলে নেয় রাশিয়া। তবে শুরু থেকেই একে অস্বীকার করে আসছে ইউক্রেন।
উল্লেখ্য, এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এ হামলায় বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। অনেক ইউক্রেনীয় দেশান্তরি হয়েছেন।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com