বিবিএ আই.সি দুবাইয়ের উদ্দ্যোগে ঈদে মিলাদুন্নবী ও অভিষেক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, অক্টোবর ২৭, ২০২২ ২:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, অক্টোবর ২৭, ২০২২ ২:০৮ অপরাহ্ণ

দুবাইয়ে বাংলাদেশ কন্স্যুলেট এর কনসাল জেনারেল বি.এম জামাল হোসেন বলেছেন, মানবতার কল্যাণ ও পরকালে মুক্তির পথ নির্দেশনার জন্য মহান আল্লাহ নবী রাসুলগণকে পাঠিয়েছেন। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা(সা.)। আর মানব জাতির সৃষ্টি হয়েছে আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য। কাজেই রাসুল (সা.) এর আদর্শকে অনুসরণ অনুকরণ করে আমাদের প্রাত্যহিক জীবনে আল্লাহ পাকের রহমত অর্জন করাই হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর মূল শিক্ষা এবং তাৎপর্য। বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন ইন্টারন্যাশনাল সিটি (বিবিএ আই.সি) দুবাই এর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) ও সংগঠনের নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, প্রবাসীদের সমম্বয়ে গড়ে উঠা সকল সংগঠনকে দেশের ভাবমূর্তি বাড়ানোর লক্ষ্যে এগিয়ে আসা দরকার। সকলকে আমিরাতের স্থানীয় আইন কানুনের প্রতি যথাযথ ভাবে মনোযোগ দিতে হবে। দেশের প্রবৃদ্ধির হার বাড়াতে বৈধভাবে রেমিট্যান্স প্রেরণে সাধারণ প্রবাসীদের উদ্ভুদ্ধকরন করতে হবে। সামাজিক এই সংগঠন গুলো জনকল্যাণ মূলক কর্মকাণ্ডে যথেষ্ট ভূমিকা রেখে চলছে। সুতরাং ‘নতুনত্বের পথে প্রবাসীদের সাথে, আমার অহংকার আমি একজন রেমিট্যান্স যোদ্ধা’ এ স্লোগানে গড়ে উঠা বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন ইন্টারন্যাশনাল সিটি (বিবিএ আই.সি) দুবাই একইভাবে এই ধারা অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি।
গতকাল ২৫ অক্টোবর (মঙ্গলবার) স্থানীয় নাহিদ আল মদিনা হলরুমে বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন ইন্টারন্যাশনাল সিটি (বিবিএ আই.সি) দুবাইয়ের আহ্বায়ক মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্টিত হয়।
সংগঠনের আহ্ববায়ক কমিটির সদস্য রেজাউল করিম রিজু ও কুতুব উদ্দিন এর যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অথিতি ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহর ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল গনি, বাংলাদেশ সমিতি দুবাইয়ের ভারপ্রাপ্ত সভাপতি- বিজনেস এসোসিয়েশন দুবাই আল আবিরের সাধারণ সম্পাদক ও আলহাজ্ব এয়াকুব সৈনিক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব এয়াকুব সৈনিক, বাংলাদেশ সমিতি দুবাইয়ের সম্মানিত সদস্য মোহাম্মদ আলী, সি আই পি শিমুল মোস্তাফা, আজমান বিজনেস এসোসিয়েশনের এক অংশের সভাপতি কামাল হোসেন, দুবাই কমিউনিটি ব্যক্তিত্ব এম এনাম হোসেন, সংগঠনের উপদেষ্টা আহমেদ রশিদ ও মুহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্টানে পবিত্র কোরআন তেলোওয়াত করেন মুহাম্মদ হানিফ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ওবায়দুর রহমান।
এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন ইন্টারন্যাশনাল সিটি (বিবিএ আইসি) দুবাইয়ের নব মনোনীত সভাপতি মারুফ উল হক, সাধারণ সম্পাদক শাহা আলম, সহ সভাপতি তৌহিদুল ইসলাম, মুহাম্মদ জাহেদ, সিনিয়র যুগ্ন সম্পাদক মুহাম্মদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিজু, ওমর, নিপু, হেলাল উদ্দিন, তাজ উদ্দিন, মুহাম্মদ রিয়াজ, গিয়াস উদ্দিন, ইফাদ, ছাদেক, মুহাম্মদ হাবীব, বিজন, রহিম প্রমুখ।
দুবাইয়ে অবস্থানরত সংবাদ মাধ্যম কর্মী, বিভিন্ন সংগঠন ও কমিউনিটি নেতাদের অংশগ্রহণে হাফেজ মুহাম্মদ ফারুক এর মিলাদ-কিয়াম ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তির জন্য দোয়া পরিচালনার মাধ্যমে সভা সম্পন্ন হয়েছে।
স্বাধীন খবর ডটকম/আ আ
