বিরাট কোহলির অবসর: বেঙ্গালুরুর সঙ্গে শেষ আইপিএল ক্যারিয়ার
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ৩, ২০২৪ ৭:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ৩, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ
আইপিএলের ২০২৫ নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার সিদ্ধান্ত জানিয়ে আরও একবার রোমাঞ্চিত হয়েছেন বিরাট কোহলি। সম্প্রতি একটি ভিডিও বার্তায় তিনি জানান, “আরসিবি আবারও আমাকে তিন বছরের জন্য ধরে রেখেছে। আমার কাছে এই ফ্র্যাঞ্চাইজির গুরুত্ব অপরিসীম।”
কোহলি স্পষ্ট করেছেন, “আমি আইপিএলে অন্য কোনও দলে খেলব না। বেঙ্গালুরুতেই আমি আমার ক্যারিয়ারের ইতি টানতে চাই।” তার এই সিদ্ধান্তে দলের প্রতি গভীর ভালোবাসার প্রতিফলন ঘটেছে।
এছাড়া, তিনি শিরোপা জেতার লক্ষ্যও সামনে রেখেছেন। কোহলি বলেন, “আমাদের লক্ষ্য হলো পরবর্তী চক্রে অন্তত একবার শিরোপা জেতা এবং আমরা সর্বদা আমাদের সেরাটা দেব।”
বেঙ্গালুরুর সঙ্গে কোহলির এই বিশেষ সম্পর্ক এবং তার শিরোপা জেতার সংকল্প নিশ্চিতভাবেই ফ্যানদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করবে।
বেঙ্গালুরুতে কোহলির বিদায়ী মুহূর্তগুলোকে আরও বিশেষ করে তুলতে প্রস্তুত থাকুন!
4o mini