বিরামপুরে ইউএনও পরিমলের নেতৃত্বে ফুটপাত দখলমুক্ত অভিযান!
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ৩, ২০২২ ১১:৫৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ৩, ২০২২ ১১:৫৮ পূর্বাহ্ণ

মোরশেদ মানিক, দিনাজপুর প্রতিনিধি : বিরামপুরে ইউএনও এবং নির্বাহী
ম্যাজিষ্ট্রেট পরিমল কুমার সরকারের নেতৃত্বে টাস্কফোস ফুটপাত দখলমুক্ত
অভিযান, মান সম্মত খাবার নিশ্চিত করনে হোটেল-রেস্তোরা পরিদর্শন করেছেন।
একই দিনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অপরাধ শনাক্ত হওয়ায় মহব্বত নামে এক
ব্যবসায়ীকে ১০ দিনের কারাদন্ডাদেশ দিয়েছেন।
৩ এপ্রিল (রবিবার) বিরামপুর উপজেলা নির্বাহি অফিসার পরিমল কুমার সরকারের
নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পৌর এলাকার বিভিন্ন স্পটে ফুটপাতে দখলমুক্ত
অভিযান পরিচালনা করেন। রমজানের পবিত্রতা রক্ষায় রোজাদারদের মানসম্মত
ভেজালমুক্ত ইফতারি প্রদানের নিমিত্তে বিভিন্ন হোটেল রেস্তোরা পরিদর্শন
করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বিরামপুর উপজেলা নির্বাহী
অফিসার পরিমল কুমার সরকার দুই বস্তা যৌন উত্তোজক সিরাপ জব্দ সহ এক
ব্যবসায়ীকে আটক করে ১০ দিনের কারাদন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত
ব্যবসায়ী মহব্বত সদ্দার উপজেলার ধনসা গ্রামের রুহুল আমিনের পুত্র।
জেলহাজতে প্রেরণ করেন থানা পুলিশ। অভিযানে উপস্থিত ছিল পৌর প্যানেল মেয়র
আবুল কালাম আজাদ, বিরামপুর থানার উপ পরিদর্শক মামুনুর রশিদ মামুন,
বিরামপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মাহমুদুল হক মানিক, আবু তাহের
প্রমুখ।
স্বাধীন খবর ডটকম/আ আ
