• আজ সকাল ৭:২৩, বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিশিষ্ট সমাজসেবিকা ছাহেরা খাতুনের আগামীকাল ১ম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২ ২:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২ ২:২০ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
বিশিষ্ট সমাজসেবিকা ছাহেরা খাতুনের আগামীকাল ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাহেরা খাতুন পাঠাগারের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামীকাল সকাল ১০টায় তুরাগ থানাধীন ছাহেরা খাতুন পাঠাগারে দিনব্যাপী কুরআনখানি ও দোয়া এবং স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

স্মরণ সভায় সভাপতিত্ব করবেন ছাহেরা খাতুন পাঠাগারের সভাপতি, বিশিষ্ট লেখক ও কবি আসমা সরকার। উপস্থিত থাকবেন জাসদ (ইনু) উপদেষ্টামন্ডলীর সদস্য এনামুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় নারী আন্দোলনের সভাপতি মিতা রহমানসহ ছাহেরা খাতুন পাঠাগারের সুবিধাবঞ্চিত শিশু ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশিষ্ট লেখক ও কবি আসমা সরকার সবাইকে অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, আসমা সরকার তার মা ছাহেরা খাতুন অবলম্বনে ‘মেয়ে’ নামক একটি গ্রন্থ লেখে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ