• আজ ভোর ৫:১৪, মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিশ্বনাথে ওয়ান পাউন্ড হসপিটালের চাল ও স্যালাইন বিতরণ

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১৫, ২০২২ ৪:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১৫, ২০২২ ৪:০৭ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

সিলেটের বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে দি ওয়ান পাউন্ড জেনারেল হটপিটালের উদ্যোগে চাল ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জুন) পৌর শহরের পুরাণ বাজারস্থ হসপিটালের কার্যালয়ে উপজেলা ও পৌর এলাকার ২০৫টি পরিবার সদস্যদের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে চাল ও ৫ প্যাকেট স্যালাইন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাল ও স্যালাইন বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।

তিনি বলেন, এলাকার গরীব-অসহায় ও বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়ে মহৎত্বের পরিচয় দিয়েছেন হসপিটাল কর্তৃপক্ষ। আশাকরি হসপিটাল নির্মিত হওয়ার পর আরো সেবা পাবেন এলাকাবসী।

হসপিটালের কক্ষ দাতা শেখ মনির মিয়ার সভাপতিত্বে ও হসপিটালের বাংলাদেশ শাখার চীপ কো-অর্ডিনেটর নাজমুল ইসলাম মকবুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, ব্যবসায়ী সিতাব আলী।

স্বাগত বক্তব্য রাখেন হসপিটালের কো-অর্ডিনেটর তজম্মুল আলী রাজু।

এসময় উপস্থিত ছিলেন- পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য দবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সিজিল মিয়া, সমাজকর্মী শামসুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক, সংগঠক আফজাল মিয়া প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!