• আজ রাত ৪:৫০, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশ কোচের ক্ষোভ: ‘বিশ্বাস ছিল, জিতব’

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১৬, ২০২৪ ১০:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১৬, ২০২৪ ১০:৪২ অপরাহ্ণ

বিশ্বাস ছিল জিতব
 

‘বিশ্বাস ছিল, জিতব’ বাংলাদেশ প্রথম ম্যাচে মালদ্বীপের কাছে ১-০ গোলের ব্যবধানে হারেছিল, যেখানে আলি ফাসিরের একমাত্র গোল ছিল।

দ্বিতীয় ম্যাচে ফাসির আবারও গোল করেন, কিন্তু মজিবুর রহমান জনির প্রথমার্ধের শেষের গোল বাংলাদেশকে সমতায় ফেরায়।

অতিরিক্ত সময়ের পাপন সিংয়ের গোলের পর বাংলাদেশ ২-১ ব্যবধানে জয় লাভ করে। কোচ কাবরেরা খুশি, তবে ক্ষুব্ধও

ম্যাচ শেষে কাবরে বলেন, প্রথম ম্যাচে খেলার মনোভাব ছিল এক, দ্বিতীয় ম্যাচেও সেই মনোভাব বজায় ছিল।

তিনি জানান, আক্রমণ এবং পরিকল্পনা একই ছিল, তবে শুরুতে কিছুটা চাপ ছিল এবং প্রাণশক্তির অভাব অনুভূত হয়েছিল।

কাবরে বলেন, প্রথম ম্যাচের পর কেউ বিশ্বাস করেনি জয় আসবে, কিন্তু আমরা সবাই বিশ্বাস করেছিলাম, দল জিতবে।

মালদ্বীপের সঙ্গে পার্থক্য তুলে ধরে কোচ বলেন, “আপনারা প্রথম ম্যাচে আমাদের ভালো ফুটবল দেখেছেন, কিন্তু দ্বিতীয় ম্যাচে আমরা আরও ভালো খেলেছি।”

তিনি জানান, সেদিনের মতোই একই মনোভাব, প্রাণশক্তি ও মানসিকতা নিয়ে খেলতে নেমেছিল দল, সুযোগও বেশি তৈরি হয়েছিল। এবং ‘বিশ্বাস ছিল, জিতব’

কোচ অভিযোগ করেন, “আপনারা শুধু দলের সমালোচনা করতে চান, যা পুরোপুরি অন্যায়। আমরা ভালো খেলেছি, সেটা দেখার প্রয়োজন ছিল।”

জয়টি যে স্বস্তির, তা স্বীকার করে কাবরে বলেন, “অবশ্যই, এটা স্বস্তির। প্রথম ম্যাচেও আমরা জিততে পারতাম।”

তিনি যোগ করেন, “দল সবাই জয় চেয়েছিল, কারণ আমাদের জয়ের প্রয়োজন ছিল। আমরা জানতাম, এই ছেলেদের নিয়ে জিতবো।”

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ