বিয়ানীবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র ফারুকুলের শপথ গ্রহন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ১৭, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ১৭, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ

বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র জিএস ফারুকুল হকসহ কাউন্সিলররা শপথ বাক্য পাঠ করেছেন।
রোববার (১৭ জুলাই) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এ শপথ বাক্য পাঠ করান।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
গত ১৫ জুন বিয়ানীবাজার পৌরসভার দ্বিতীয় সাধারণ নির্বাচনে প্রায় ১৭শ ভোট পেয়ে ফারুকুল হক নির্বাচিত হন। এরপর গত ৩ জুলাই মেয়র, ১০ জন কাউন্সিলর ও সংরক্ষিত ৩ জন কাউন্সিলরের নামে গেজেট প্রকাশ হয়। পরবর্তীতে ১৭ জুলাই তাদের শপথ নেওয়ার জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়।
পৌর মেয়র ফারুকুল হক বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস। তিনি পেশায় ব্যবসায়ী এবং যুক্তরাষ্ট্র প্রবাসী। তার বাড়ি পৌরসভার কসবা গ্রামে। তিনি পৌরসভা দ্বিতীয় মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন। এর আগে পৌরসভার প্রথম মেয়র হিসেবে ৫ বছর দায়িত্বে ছিলেন একই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ও উপজেলা আওয়ামী সহ সাধারণ সম্পাদক মো. আব্দুস শুকুর।
নবনির্বাচিত মেয়র ফারুকুল হক বলেন, জনগণ আমাকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছেন। বিয়ানীবাজার পৌরবাসীর সেবায় সর্বদা সচেষ্ট থাকবো। দায়িত্ব বুঝে নিয়েই পৌরবাসীর কল্যাণে মাঠে নামবো।
পৌরসভার মেয়র পদে ফারুকুল হক ছাড়াও কাউন্সিলরদের মধ্যে শপথ গ্রহণ করেছেন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শেফা বেগম, মোছা: রুবি বেগম ও শিল্পী বেগম এবং সাধারণ কাউন্সিলর এমাদ আহমদ, ছয়ফুল আলম ঝুনু, আকবর হোসেন, মো. আবুল কাশেম, সাইফুল ইসলাম, এহসানুল ইসলাম, মিছবাহ উদ্দিন, এনাম হোসেন ও আব্দুর রহমান আফজল।
স্বাধীন খবর ডটকম/আ আ
