বুবলীর মুখোমুখি মিথিলা
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২ ৮:৪৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২ ৮:৪৪ পূর্বাহ্ণ
বিনোদন ডেস্ক
এখন আর করোনার তেমন চোখ রাঙানি নেই বললেই চলে। পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক। আর তাই প্রতি সপ্তাহে মুক্তি পাচ্ছে নতুন নতুন সিনেমা। সেই ধারাবাহিকতায় শুক্রবার (১৭ জুন) মুক্তি পাচ্ছে ‘তালাশ’ ও ‘অমানুষ’ শিরোনামের দুটি সিনেমা। ‘তালাশ’ সিনেমায় অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী, আর অন্যদিকে ‘অমানুষ’ দিয়ে প্রথমবারের মতো ঢালিউডে অভিষেক হচ্ছে পরিচিত মুখ মিথিলার। ঢাকাই সিনেমায় বুবলী একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত নায়িকা হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। অন্যদিকে মিথিলা ছোট পর্দায় জনপ্রিয়তা পেলেও সিনেমায় এবারই প্রথম।এবার দেখার পালা দশর্ক কোন নায়িকাকে বেশি পছন্দ করেন।
রোমান্টিক-সাসপেন্স ঘরানার গল্পে নির্মিত হয়েছে ‘তালাশ’। সৈকত নাসির পরিচালিত এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন বুবলী ও আদর আজাদ। দেশের ৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। সিনেমাটির পরিবেশক অভি কথাচিত্রের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
সিনেমা প্রসঙ্গে সৈকত নাসির বলেন, গল্প, মেকিং ও অভিনয়শিল্পীদের অভিনয়ের কারণে ছোট বাজেটের অনেক সিনেমা বড় বাজেটের সিননেমাকে পেছনে ফেলে দিয়েছে। আমার এ সিনেমার গল্পই সব। বাজেট এখানে বিষয় না। আদর ও বুবলীসহ সবাই ভালো অভিনয় করেছেন। ইতোমধ্যেই সিনেমাটির গান ও ট্রেলার দর্শক পছন্দ করেছে। বড় বড় প্রেক্ষাগৃহগুলোও বুকিং হয়েছে। এতটুকু বলতে পারি দর্শক ভালো কিছু পেতে যাচ্ছেন।
এদিকে দেশের ৪০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘অমানুষ’। এই ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় অভিষেক হচ্ছে মিথিলার। এতে তার নায়ক নিরব। তথ্যটি নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন।
তিনি বলেন- প্রথম সপ্তাহে এতগুলো সিনেমা হলে মুক্তি পাচ্ছে, এতে আমি খুশি। দর্শকের কাছে সিনেমাটি ভালো লাগলে দ্বিতীয় সপ্তাহে হলসংখ্যা বাড়বে। আমি মনে করি, ‘অমানুষ’ একটি ভালো লাগার ছবি। দর্শক হতাশ হবে না।
বাস্তব ঘটনা অবলম্বনে ‘অমানুষ’ সিনেমাটি নির্মাণ করেছেন অনন্য মামুন। গহীন জঙ্গলে আটকা পড়েন মিথিলা। সেখানকার বনদস্যু নিরবকে নিয়ে এগিয়েছে ছবির কাহিনি।